kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৯ ১৮:৩০ | পড়া যাবে ১ মিনিটেআন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় ডেপুটি স্পিকার

পরিবেশ ও উন্নয়ন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তার নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ওই সম্মেলনে অংশ নেবেন।

আজ রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা প্রতিনিধি দলকে বিদায় জানান।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ ও এ কে এম ফজলুল হক এবং ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম ও সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আমিনুল ইসলাম।

কাল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ১৪ ডিসেম্বর প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা