kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

খালেদার মুক্তি দাবিতে রবিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচি

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৯ ১৩:১১ | পড়া যাবে ১ মিনিটেখালেদার মুক্তি দাবিতে রবিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচি

ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রবিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার সব থানায় এবং সারাদেশের জেলা ও মহানগরে আগামীকাল রবিবার এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে বিএনপি সূত্র।

মির্জা ফখরুলের সভাপতিত্বে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের একটি যৌথসভা হয় আজ। এর পর নতুন কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল।

মন্তব্যসাতদিনের সেরা