kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিএনপি কার্যালয়ের সামনে থেকে সাতজন আটক

কালের কণ্ঠ অনলাইন   

৫ ডিসেম্বর, ২০১৯ ১৪:১৪ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি কার্যালয়ের সামনে থেকে সাতজন আটক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সাত জনকে আটক করেছে পুলিশ। আটকদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদেরকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ। তারা বিএনপির সাধারণ কর্মী বলে জানা গেছে।

আটকের বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি পুলিশ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সদস্যের উপস্থিতি ছিল।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলার বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্যসাতদিনের সেরা