kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

শ্যামলীর মেস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

৪ ডিসেম্বর, ২০১৯ ২২:০৪ | পড়া যাবে ১ মিনিটেশ্যামলীর মেস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

রাজধানীর শ্যামলীর একটি মেস থেকে এক বেসরকারি সাইফুল ইসলাম (২৩) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সন্ধ্যায় শ্যামলী-২ নম্বর সড়কের ১৪/১ নম্বর বাড়ির নিচতলা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। 

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, লাশটি উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে।

ওসি বলেন, শ্যামলীর ওই মেসের একটি কক্ষে সাইফুলরা দুই বন্ধু থাকত। গতরাতে তার রুমমেট মেসে ছিল না। আজ বিকালে এসে সে দেখে, ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।

ওসি বলেন, পাশেই তার লেখা সুইসাইড নোট ছিল। দারিদ্র্যের কারণে পরিবারের আশা পূরণ করতে পারেনি, সেজন্য মা-বাবার কাছে ক্ষমা চেয়েছে সে।

সাইফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরোওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

মন্তব্যসাতদিনের সেরা