kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

মুজিববর্ষ হবে রাজনৈতিক শুদ্ধাচারের বছর : নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০১৯ ২০:৪৮ | পড়া যাবে ২ মিনিটেমুজিববর্ষ হবে রাজনৈতিক শুদ্ধাচারের বছর : নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বছর সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কীর অনুষ্ঠান হবে। এর মূল লক্ষ্য বছরব্যাপী অনুষ্ঠান পালনের মাধ্যমে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা। তাই আমাদের প্রত্যাশা, মুজিববর্ষ (২০২০ সাল) হবে রাজনৈতিক শুদ্ধাচারের বছর।

আজ বুধবার সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতকালে এসসিআরএফর সভাপতি আশীষ কুমার দে, সহ-সভাপতি অমরেশ রায়, সাধারণ সম্পাদক মহসীনুল করিম লেবু, সাবেক সভাপতি আনিসুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে এতোদিন যে ধারা চলে আসছিল আমরা তার গুণগত পরিবর্তন করতে চাই। আমারা দেখতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মহল রাজনৈতিক ও অন্যান্য আদর্শগত মতভেদের উর্ধ্বে উঠে মুজিববর্ষে বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান দেখাবে, তাঁর জন্মশতবার্ষিকী পালন করবে।

নদ-নদী রক্ষাসহ নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির পুনরোল্লেখ করে নৌপ্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েই শেষ করেনি; নৌখাতের উন্নয়নে বদ্ধ পরিকর। এজন্য যা যা করণীয় তাই করছে এবং করবে। তিনি নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে এসসিআরএফের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।

সৌজন্য সাক্ষাতের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এসসিআরএফ নেতৃবৃন্দ। এ সময় প্রতিমন্ত্রীও সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। 

মন্তব্যসাতদিনের সেরা