kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

দুদকের মামলায় ইনকিলাব সম্পাদকের জামিন

নিজস্ব প্রতিবেদক   

১৮ নভেম্বর, ২০১৯ ১৬:৩২ | পড়া যাবে ১ মিনিটেদুদকের মামলায় ইনকিলাব সম্পাদকের জামিন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুদকের কাছে সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ জামিন মঞ্জুর করেন। ইনকিলাব সম্পাদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

দুদক ২০১৬ সালে বাহাউদ্দীনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। এরপর ২০১৭ সালের ১ নভেম্বর এক কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকার সম্পদের তথ্য দাখিল করেন। এরপর দুদক অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মামলা করে। এককোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুদকের কাছে ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে দুদক এ মামলা করে। 

মন্তব্যসাতদিনের সেরা