kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে জানতে আজ চিঠি যাচ্ছে বিএনপির

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৯ ০৯:০৫ | পড়া যাবে ২ মিনিটেভারতের সঙ্গে চুক্তির বিষয়ে জানতে আজ চিঠি যাচ্ছে বিএনপির

ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আজ চিঠি দেবে বিএনপি।

দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবীর খোকন আজ রবিবার (১৭ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে যাবেন।

কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, 'বিশেষজ্ঞ ও দলের সিনিয়র নেতারা চিঠির বিষয়বস্তু তৈরি করেছেন। আজ রাতে (গতকাল) তা চূড়ান্ত করা হয়েছে। দলের দুই যুগ্ম মহাসচিব আজ চিঠি নিয়ে যাবেন।'

এর আগে গতকাল শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন, তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেব। কাল/পরশুর মধ্যেই প্রধানমন্ত্রীর অফিসে চিঠিটি পৌঁছানোর ব্যবস্থা করব বলে আমরা আশা করছি।

ফখরুল বলেন, চুক্তির বিষয়ে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকেও আমরা চিঠি দেব। যথা সময়ে তাঁদের কাছে পৌঁছাবে সেটি।

মন্তব্যসাতদিনের সেরা