kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

মাইলস্টোন কলেজে কালের কণ্ঠ শুভসংঘের ‘শুভ উৎসব’

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৯ ১১:৩৫ | পড়া যাবে ১ মিনিটেমাইলস্টোন কলেজে কালের কণ্ঠ শুভসংঘের ‘শুভ উৎসব’

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠকপ্রিয় দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের ‘শুভ উৎসব’ শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কালের কণ্ঠ সম্পাদক এবং ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের মেইন ক্যাম্পাসে অনুষ্ঠানের শুরুতে শুভ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

সমাজকে আলোকিত ও পরিবর্তন করতে পাঠকপ্রিয় দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ এ উৎসবের আয়োজন করেছে।

কলেজের অডিটোরিয়ামে কালের কণ্ঠ শুভসংঘ মাইলস্টোন কলেজ শাখার নতুন কমিটির পরিচিতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সব শুভ কাজে পাশে থাকার অঙ্গীকার করেন মাইলস্টোন কলেজের ছয় শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল (অব.) কামাল উদ্দিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মিজানুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শুভ সংঘ পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় সভাপতি মো. সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেল রানাসহ কলেজের শিক্ষক ও শুভ সংঘের বন্ধুরা।

মন্তব্যসাতদিনের সেরা