kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

ইডেন টেস্ট : এক দি‌নের সফ‌রে কলকাতা যা‌বেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৯ ১২:৪০ | পড়া যাবে ১ মিনিটেইডেন টেস্ট : এক দি‌নের সফ‌রে কলকাতা যা‌বেন প্রধানমন্ত্রী

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আগামী ২২ ন‌ভেম্বর এক দি‌নের সফ‌রে কলকাতা যা‌বেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মো‌মেন আজ বৃহস্প‌তিবার দুপু‌রে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে এক ব্রি‌ফিং‌য়ে এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় ক্রি‌কেট বো‌র্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গু‌লি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে আগামী ২২ ন‌ভেম্বর কলকাতায় ই‌ডেন গা‌র্ডে‌নে বাংলা‌দেশ ভারত টেস্ট খেলা দেখ‌তে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন। ভার‌তের প্রধানমন্ত্রীও গতকাল বুধবার শেখ হা‌সিনা‌কে চি‌ঠি পা‌ঠি‌য়ে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ভারতের প্রধানমন্ত্রী ‌মো‌দি‌ পূর্ব নির্ধা‌রিত কর্মসূ‌চির কার‌ণে সে সময় কলকাতায় থাক‌তে পার‌বেন না।

এদি‌কে প্রধানমন্ত্রী চার দি‌নের সফ‌রে শনিবার দুবাই যা‌চ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের আমন্ত্রণে দুবাই এয়ার শো দেখতে যাবেন প্রধানমন্ত্রী। এই দ্বিবার্ষিক এয়ার শো ১৭ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। এ সফরে যোগ দিতে ১৬ নভেম্বর দুবাইয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ১৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মন্তব্যসাতদিনের সেরা