kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

প্রবাসীদের এনআইডি

দুবাইতে ১৮ নভেম্বর কার্যক্রম উদ্বোধন করবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক    

১৪ নভেম্বর, ২০১৯ ০১:৩০ | পড়া যাবে ১ মিনিটেদুবাইতে ১৮ নভেম্বর কার্যক্রম উদ্বোধন করবেন সিইসি

আগামী ১৮ নভেম্বর দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তাঁর সঙ্গে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর, এনআইডির মহাপরিচালক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, দুবাইপ্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি চেয়েছে কমিশন। তবে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো নির্দেশনা আসেনি।

গত ৫ নভেম্বর অনলাইনে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, দুবাইয়ের পর সৌদি আরব, মালদ্বীপ, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ অন্য দেশের প্রবাসী বাংলাদেশি নাগরিকদেরও ভোটার করার পরিকল্পনা রয়েছে ইসির।

ইসির এনআইডি উইংয়ের কমিউনিকেশন শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান সাংবাদিকদের বলেন, আগামী ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, ইসির সিনিয়র সচিবসহ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা দুবাইয়ে থাকবেন। 

মন্তব্যসাতদিনের সেরা