শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র আজ বুধবার (১৩ নভেম্বর) আদালতে জমা দেওয়া হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ২৫ জনকে আসামি করে এই অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান তিনি।
বুয়েটের ছাত্র আবরার হত্যার বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবে ডিবি। আজ বুধবার দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে।
মন্তব্য