kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

মঙ্গলবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছাল

কালের কণ্ঠ অনলাইন   

১১ নভেম্বর, ২০১৯ ১২:০০ | পড়া যাবে ১ মিনিটেমঙ্গলবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছাল

ঘূর্ণিঝড় 'বুলবুল'-এর প্রভাবে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির কারণে  আগামী মঙ্গলবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও পেছানো হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবারের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ১০টায় এবং জেডিসি পরীক্ষা শুক্রবার সকাল ৯টায়। এ আগে ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর এবং জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।

শনিবারের জেএসসির গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর।

মন্তব্যসাতদিনের সেরা