kalerkantho

শনিবার । ২৩ নভেম্বর ২০১৯। ৮ অগ্রহায়ণ ১৪২৬। ২৫ রবিউল আউয়াল ১৪৪১     

আগামীকাল বাংলাদেশে আঘাত হানবে ‘বুলবুল’

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ১৫:৫১ | পড়া যাবে ১ মিনিটেআগামীকাল বাংলাদেশে আঘাত হানবে ‘বুলবুল’

উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। বর্তমানে এটি পায়রা বন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক মোসাম্মৎ আয়শা খাতুন। শুক্রবার বিকেল তিনটার দিকে এ তথ্য জানান তিনি।

আয়শা খাতুন জানান, আগামীকাল সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি সুন্দরবনের কাছ দিয়ে বাংলাদেশের সীমানায় আঘাত হানবে। এরফলে ২ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

এদিকে ক্ষণে ক্ষণে দিক পাল্টানো ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত হানার আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি কয়েক গুণ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

শেষ মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুল দিক পরিবর্তন করে সরাসরি বাংলাদেশে আঘাত হানতে পারে বলেও জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়ের গতি অনেকটাই কমবে বলেও জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা