kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ : পশ্চিমবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ১২:৩২ | পড়া যাবে ১ মিনিটেঘূর্ণিঝড় ‘বুলবুল’ : পশ্চিমবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট

ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে এ ঘূর্ণিঝড়ের কারণে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হলেও পশ্চিমবঙ্গে উপকূলে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট (প্রাকৃতিক দুর্যোগকালে তিনটি সতর্কতার মধ্যে দ্বিতীয়)।

আবহাওয়াবিদরা বলছেন, শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে বুলবুল (ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের তীব্রতার মাত্রায় সাত ক্যাটাগরির মধ্যে পঞ্চম) ধেয়ে আসছে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের দিকে।

আজ শুক্রবার ঘূর্ণিঝড়টি অত্যন্ত শক্তিশালী সাইক্লোনে (ভেরি হেভি সাহক্লোনিক স্টর্ম) রূপ নেয় বলে এক বার্তায় জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল শনিবার এটি ভারত বা বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

মন্তব্যসাতদিনের সেরা