kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সাক্ষাৎ

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ০৩:৩৯ | পড়া যাবে ১ মিনিটেঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সাক্ষাৎ

ভারতের জম্মু বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহাব এনায়েত মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার ঢাবি উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের জম্মু বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া দু’বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ব্যাপারে বৈঠকে আলোচনা করা হয়। তারা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও মত বিনিময় করেন।

মন্তব্যসাতদিনের সেরা