kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে : ভিপি নুর

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৯ ১২:৫৮ | পড়া যাবে ১ মিনিটেআমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে : ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরের ফেসবুক আইডি ও পেজ হ্যাক হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার ভোর থেকে নুর তার আইডিটি ব্যবহার করতে পারছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এ বিষয়ে শিগগিরই আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন ধরে তার আইডি হ্যাক করার চেষ্টা করছিল বলেও জানান নুর।

নুর গণমাধ্যমকে বলেন, ‘আইডির ইমেইল এবং ফোন নম্বর বদলে ফেলা হয়েছে। পেজটা উদ্ধারের চেষ্টা চলছে।’

আইডি হ্যাকের প্রেক্ষিতে সেই অ্যাকাউন্টের ওপর বর্তমানে তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই এবং তা থেকে শেয়ার করা কোনো কিছুর জন্য বিব্রত না হওয়ার অনুরোধ জানিয়েছেন নুর।

মন্তব্যসাতদিনের সেরা