kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

সৌদিতে ১২ বাংলাদেশি নিহত, খোঁজ নিন ০৫৫৭৪৯৭৮৬২

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৯ ১৮:২১ | পড়া যাবে ২ মিনিটেসৌদিতে ১২ বাংলাদেশি নিহত, খোঁজ নিন ০৫৫৭৪৯৭৮৬২

সৌদি আরবে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। ০৫৫৭৪৯৭৮৬২ নম্বরে ফোন করে স্বজনরা নিহতদের বিষয়ে যাবতীয় খোঁজখবর নিতে পারবেন।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রমকল্যাণ শাখার প্রথম সচিব (স্থানীয়) কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে যে ৯ বাংলাদেশির নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন- মোক্তার, বেলাল, হুমায়ুন, নাছির, রুহুল আমিন, মনু মিয়া, হাকিম, সাকিব ও ফারুক। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া নিহত বাকি ৩ জনের নামও এখনো প্রকাশ করা হয়নি। নিহতদের লাশ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ অক্টোবর সন্ধ্যায় মদিনা থেকে মক্কা যাওয়ার পথে আল-আকহাল নামক স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একটি বাস পুড়ে যায়। দুর্ঘটনায় ৩৬ জন মৃত্যুবরণ করেন। তার মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলেও জানা গেছে।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা গেছে, বাসটিতে ভ্রমণকারী বাংলাদেশি যাত্রীরা বৈধ কাগজপত্র জমা না দেয়ায় পরিচয় শনাক্ত করতে কিছুটা দেরি হচ্ছে। যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা যদি নিখোঁজ থাকে তাদের পরিবারকে রিয়াদ বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে জেনারেল যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ: মুহাম্মদ মুহসিন, অনুবাদক কাম আইন সহকারী, মোবাইল- ০৫৫৭৪৯৭৮৬২।

মন্তব্যসাতদিনের সেরা