kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে ঐক্যফ্রন্ট নেতারা

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৯ ১৬:২০ | পড়া যাবে ১ মিনিটেস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে ঐক্যফ্রন্ট নেতারা

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঐক্যফ্রন্ট নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ড. রেজা কিবরিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আলম ব্যাপারি, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতির বিষয়ে কথা বলতে পারেন বলে জানা যায়।

মন্তব্যসাতদিনের সেরা