kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

আইইউবিএটি’র ৭০তম স্নাতক ব্যাচের সংবর্ধনা

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৯ ১৫:৫১ | পড়া যাবে ২ মিনিটেআইইউবিএটি’র ৭০তম স্নাতক ব্যাচের সংবর্ধনা

বিপুল আনন্দ-উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস আগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) ৭০তম স্নাতক ব্যাচের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সদ্য পাশ করা ৩০০ জন স্নাতক অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পার্ক ও লেক সম্বলিত দৃষ্টি নন্দন ক্যাম্পাসে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য  রাখেন আইইউবিএটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম রবিউল ইসলাম।  

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে সদ্য স্নাতক পাশ করা শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড.খায়ের জাহান সোগরা, কলেজ অফ আর্টস অ্যান্ড সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার অধ্যাপক লুৎফর রহমান, আইইউবিএটি’র প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিসের পরিচালক একেএম শরফুদ্দীন এবং  অ্যালামনাই, রোটারিয়ান সুলতান মঈন আহমেদ (রবিন)।

এছাড়াও পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে বক্তব্য দেন সদ্য স্নাতকগণ। 

উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উল্লেখ করে বলেন, আপনারা যেখানেই যান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদেরকে অ্যালামনাই এসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

আলোচনাসভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট উপহার দেওয়া হয়।

এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উপস্থিত ছাত্র-শিক্ষক-কর্মকর্তারা এক প্রীতিভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আইইউবিএটি’র প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিস পরিচালনা করে। 

মন্তব্যসাতদিনের সেরা