kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

যে কারণে স্থগিত হল ঢাবির 'ক' ইউনিটের ফল

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৯ ২১:৩৭ | পড়া যাবে ১ মিনিটেযে কারণে স্থগিত হল ঢাবির 'ক' ইউনিটের ফল

বিতর্কের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েটসাইটে স্থগিতের নোটিশ দিয়েছে প্রশাসন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে অসামঞ্জস্য ও ভুল ফল প্রকাশের অভিযোগ উঠেছে। এজন্য ফলাফল বাতিল করে পুনরায় খাতা মূল্যায়নের দাবি জানিয়েছে অনেক পরীক্ষার্থী ও তাদের অভিভাবক। এর প্রেক্ষিতে ফলাফল স্থগিত করে ঢাবি প্রশাসন।

শাতাদাত হোসেন নামের এক শিক্ষার্থী কালের কণ্ঠকে বলেন, ঢাবির এ ইউনিটের রেজাল্টের একটা সেটে সবার ম্যাথ এ উলটা পালটা নম্বর এসেছে। আমার দুটি ভুল হয়েছে ৮টি ঠিক হয়েছে। তবে রেজাল্টে ৮টা ভুল এসেছে আর দুটি ঠিক দেখাচ্ছে।

ছাত্রদের একটি ফেসবুক গ্রুপে অসংখ্য শিক্ষার্থী তাদের ফলাফলের সমস্যার কথা আজ দুপুর থেকেই জানিয়ে আসছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা