kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

জেন্টস পার্লারের নামে অনৈতিক কর্মকাণ্ড, যুবলীগ নেতা গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৯ ১৯:৪২ | পড়া যাবে ১ মিনিটেজেন্টস পার্লারের নামে অনৈতিক কর্মকাণ্ড, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেন্টস পার্লারের নামে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কৃত ও সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি জানান, তুহিন সাতক্ষীরা শহরের সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া নিয়ে জেন্টস পার্লারের নামে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো। গত ৭ অক্টোবর সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ।

আটক আট আসামিসহ তুহিনের বিরুদ্ধে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদি হয়ে মানব পাচার আইনে মামলা করেন। এরপর থেকে সে পলাতক ছিলো।

মন্তব্যসাতদিনের সেরা