kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৯ ১৩:১৯ | পড়া যাবে ১ মিনিটেসৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৬ অক্টোবর) দেশটির আফিফ বাদশাহ আব্দুল্লাহ আজিজ সড়কে কাভার্ড ভ্যানের চাপায় মারা যান তাঁরা।

নিহতদের নাম বেলাল হোসেন (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫)। বেলাল নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাহাদীর গো মসজিদসংলগ্ন বেচু দরবেশের ছেলে। আর কুদ্দুস একই ইউনিয়নের নুরুল হকের ছেলে।

প্রবাসী আফিস জানায়, বুধবার (১৬ অক্টোবর) মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন বেলাল ও কুদ্দুস। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। 

দুই বাংলাদেশির মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্যসাতদিনের সেরা