kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

জবির বিজ্ঞান শাখার লিখিত পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৯ ২২:৫৬ | পড়া যাবে ১ মিনিটেজবির বিজ্ঞান শাখার লিখিত পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী (সম্মান) বিজ্ঞান শাখার লিখিত ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান শাখায় ২১ হাজার চারশো একাত্তর জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকল বৈধ পরীক্ষাদের মেধানুসারে স্থান ও প্রাপ্ত স্কোর উল্লেখ্য করে ফলাফল প্রকাশ করা হলো। এতে সর্বোচ্চ ৮৮ দশমিক ০৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) ফলাফল পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ইউনিট-৩ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা মোট ১,১৫৫। বিজ্ঞান বিভাগ থেকে ৮২৫ জন। এই বিভাগ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদে যাবে ২৭০ জন এবং বিবিএ পড়ার সুযোগ পাবেন ৬০ জন।

মন্তব্যসাতদিনের সেরা