kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

রাষ্ট্রপতির সঙ্গে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৯ ২২:১৮ | পড়া যাবে ১ মিনিটেরাষ্ট্রপতির সঙ্গে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন।

রাষ্ট্রপতি অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)-এর আসন্ন সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যু উত্থাপনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, আগামী দিনগুলোতে দুদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে। রাষ্ট্রপতি বাংলাদেশে সফলভাবে কার্যকাল সম্পন্ন করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারার প্রশংসা করে বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি মডেল হতে পারে। তিনি বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে যেকোনো দেশ বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা