kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

নব্য জেএমবির তিন সদস্য আটক

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৯ ১৩:১৬ | পড়া যাবে ১ মিনিটেনব্য জেএমবির তিন সদস্য আটক

রাজধানীর গাবতলীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির তিন সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমানের ভাষ্যমতে, গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে গাবতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে নব্য জেএমবির তিন সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আটকদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটিটিসি'র এই কর্মকর্তা। 

মন্তব্যসাতদিনের সেরা