kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ক্বাফী রতন

নিজস্ব প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০১৯ ১৬:৪১ | পড়া যাবে ১ মিনিটেবাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ক্বাফী রতন

১৭ অক্টোবর থেকে আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন। আজ বুধবার জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, দেশের বামপন্থী দলগুলোর বৃহত্তর এই জোটের সমন্বয়কের দায়িত্ব ছিলেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু। প্রতি তিন মাস পর সমন্বয়কে দায়িত্ব পরিবর্তন হয়। পর্যায়ক্রমে জোটভূক্ত ৮টি দলের শীর্ষ নেতারা এই দায়িত্ব পালন করেন।

মন্তব্যসাতদিনের সেরা