kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

এবার রাজমনি সিনেমা হল ভেঙে করা হচ্ছে বহুতল ভবন

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৯ ১৮:৪২ | পড়া যাবে ১ মিনিটেএবার রাজমনি সিনেমা হল ভেঙে করা হচ্ছে বহুতল ভবন

এবার রাজধানীর রাজমনি সিনেমা হল ভেঙে সেখানে বহুতল করপোরেট ভবন নিমার্ণের সিদ্ধান্ত নিয়েছে হল মালিক। আজ রবিবার সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভেঙে ফেলা হবে হলটি। 

হলের মালিক মোহাম্মাদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, দেশের সিনেমার অবস্থা খুব খারাপ। লাভের মুখ দেখা যাচ্ছেই না। একের পর এক লোকসান দিয়ে এভাবে হলটি আর চালানো সম্ভব হলো না। তাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হলো।

তিনি জানান, খুব দ্রুত সিনেমা হলের জায়গায় বহুতল করপোরেট ভবন নির্মিত হবে। হলটি ভেঙ্গে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, এখানে কেউ যদি সিনেপ্লেক্স খুলতে চায় ভাড়া নিয়ে সেটা খুলতে পারবে। আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই।

এর আগে ঢাকার ঐতিহ্যবাহী গুলিস্তান হল ভেঙে গড়ে উঠেছে গুলিস্তান মার্কেট, এলিফ্যান্ট রোডের মল্লিকা সিনেমা হল ভেঙে গড়ে তোলা হয়েছে ইস্টার্ন মল্লিকা মার্কেট।

মন্তব্যসাতদিনের সেরা