kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

আইপিইউ সম্মেলন শুরু

নারীর ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক   

১৩ অক্টোবর, ২০১৯ ১৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটেনারীর ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে : স্পিকার

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সাভা সেন্টারে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র ১৪১তম সম্মেলন আজ রবিবার থেকে শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে ‘ফোরাম অন উইমেন পার্লামেন্টারিয়ানস’ শীর্ষক সভায় অংশ নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীর ক্ষমতায়নে সকল দেশের সংসদ সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে। বলা হয়েছে, ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ানস'র সভাপতি ও সার্বিয়ার ডেপুটি স্পিকার গরদানা টমিচের সভাপতিত্বে ওই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ডা. হাবিবে মিল্লাত, সুবর্ণা মুস্তাফা ও শবনম জাহান ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া সভায় ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস কমিটি'র রেপোর্টিয়ার হিসেবে ‘অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০: দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট অব হেলথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত।

উল্লেখ্য, রবিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন আগামী ১৭ অক্টোবর শেষ হবে।

মন্তব্যসাতদিনের সেরা