kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বুয়েট উপাচার্য

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৯ ০১:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বুয়েট উপাচার্য

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসিসহ ১০ দফা দাবি শুক্রবার দুপুর ২টার মধ্যে না মানলে প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আর সেই হুমকির মুখেই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার সকালে বুয়েট শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে কথা বলার জন্য শুক্রবার বেলা ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে উপাচার্য এসে দেখা না করলে বুয়েটের সব ভবনে তালা মেরে দেওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

তার আগে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সামনে এসে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তিনি। ওই দিন তাকে প্রায় সাড়ে চার ঘণ্টা তালাবদ্ধ করে রেখেছিরেন শিক্ষার্থীরা। পরদিন কুষ্টিয়ায় আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেও এলাকাবাসীর তোপের মুখে পড়েন অধ্যাপক সাইফুল। পরে সেখান থেকেও তাকে ফিরে আসতে হয়।

মন্তব্যসাতদিনের সেরা