kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

'আবরারকে কখনো কোনো অন্যায় করতে দেখিনি'

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৯ ২০:৩৮ | পড়া যাবে ১ মিনিটে'আবরারকে কখনো কোনো অন্যায় করতে দেখিনি'

বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার বিষয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তার বন্ধু ইমামুল হাসান। তিনি বলেছেন, আবরারকে কখনো কোনো অন্যায় করতে দেখিনি। আবরার সব সময়ই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, আমাদেরও নামাজ পড়তে বলত। সে সব সময় ভালো পরামর্শ দিত, খারাপ কাজে নিরুৎসাহিত করত। তাকে কেউ কীভাবে এতটা নৃশংসভাবে মারতে পারে। আমি ভাবতে পারিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে বুয়েট শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশের সামনে এসব কথা বলেন তিনি। আবরারের সঙ্গে কুষ্টিয়ার স্কুল, ঢাকার নটর ডেম কলেজ ও বুয়েটে পড়তেন ইমামুল হাসান। 

ইমামুল বলেন, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের সঙ্গে থেকে আমি উপকৃত হয়েছি, আবরারের নাম তাদের মধ্যে ওপরের দিকে থাকবে। স্কুল-কলেজে থাকতে যখনই আমরা কোনো অন্যায় কাজে তাকে নিতে চেয়েছি, সে যায়নি, সরে গেছে। সে আমাদের বোঝাত-খারাপ কাজ করা উচিত না। সে ছিল আমাদের অভিভাবকের মতো। এমন নিরপরাধ একটা ছেলেকে আমরা হারিয়েছি।

মন্তব্যসাতদিনের সেরা