kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

যুবলীগ চেয়ারম্যানের গ্রেপ্তার চায় মুক্তিযুদ্ধ মঞ্চ, দুপুরে কর্মসূচি

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৯ ০৯:৪৮ | পড়া যাবে ১ মিনিটেযুবলীগ চেয়ারম্যানের গ্রেপ্তার চায় মুক্তিযুদ্ধ মঞ্চ, দুপুরে কর্মসূচি

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কর্মসূচি পালন করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রে অবৈধ ক্যাসিনো ও জুয়ার ব্যবসা চালানোর প্রতিবাদে তাঁকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। 

গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র দখল করা হয়েছে। সেখানে  অবৈধভাবে জুয়া ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে বীর মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে।

বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে ক্যাসিনো এবং জুয়া পরিচালনাকারী বিতর্কিত যুবলীগ নেতাদের মদদ দেওয়া এবং সংগঠনে প্রশ্রয়দানের অপরাধে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাবির টিএসসির রাজু ভাস্কর্যে পালিত হবে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি। 

মন্তব্যসাতদিনের সেরা