kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

যুবলীগসহ আ. লীগের চার সংগঠনের সম্মেলন নভেম্বরে

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৯ ০১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেযুবলীগসহ আ. লীগের চার সংগঠনের সম্মেলন নভেম্বরে

যুবলীগসহ আওয়ামী লীগের চার সহযোগী সংগঠনের সম্মেলন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। 

দলীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে গণভবনে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে আয়োজিত সাংবাদিক সম্মেলন শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী সংগঠনগুলোর অনানুষ্ঠানিক বৈঠকে উল্লিখিত সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, সংগঠনের কমিটির মেয়াদ থাকে তিন বছর। ২০১২ সালে এসব সংগঠনের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে হিসাবে আরো তিন বছর আগেই সংগঠনগুলোর মেয়াদ শেষ হয়েছে। 

এতে সংগঠনগুলোর নেতৃত্বের ব্যাপক পরিবর্তন আসতে চলেছে বলে জানা যায়। এর আলোকে সহযোগী সংগঠনগুলোকে ১০ ডিসেম্বরের আগেই সম্মেলন শেষ করতে চিঠি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্তব্যসাতদিনের সেরা