kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

আবরারের বাড়িতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ঘটেনি : এসপি

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৯ ২১:১৬ | পড়া যাবে ১ মিনিটেআবরারের বাড়িতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ঘটেনি : এসপি

ছাত্রলীগের পিটুনিতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাড়িতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর কোনো ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ। 

আজ বুধবার রাতে কুষ্টিয়া পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এতথ্য জানান।

প্রেস রিলিজে বলা হয়, বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম কুষ্টিয়ায় উপস্থিত হয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, জেলা পরিষদের চেয়্যারম্যান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে নিহত আবরার ফাহাদ এর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার রায়ডাঙ্গা গ্রামে গিয়ে পৌঁছান। সেখানে আবরার ফাহাদের দাদা, বাবা, চাচা ও আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাত করে ভিসি মহোদয় ঢাকায় ফিরে যান। কিন্তু কিছু মহল এ ঘটনাকে অতিরঞ্জিত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে যে, পুলিশের সাথে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ ঘটেছে। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এধরণের ভিত্তিহীন সংবাদ প্রচার অনাকাঙ্খিত ও অনভিপ্রেত।

মন্তব্যসাতদিনের সেরা