kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

বুয়েট ভিসি আবরারের বাড়িতে ঢুকতে পারেননি

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৯ ১৭:১৮ | পড়া যাবে ১ মিনিটেবুয়েট ভিসি আবরারের বাড়িতে ঢুকতে পারেননি

বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরার ফাহাদের বাড়িতে ঢুকতে পারেনি। বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ঢুকতে দেয়নি। এসময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক (কুষ্টিয়া) তারিকুল হক তারিক টেলিফোনে জানান, বুয়েট ভিসি শুধুমাত্র আবরারের কবর জিয়ারত করতে পেরেছেন। তিনি আবরারের বাড়িতে ঢুকতে পারেননি। বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে বাধা দেন। এসময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এর আগে সকালে ছাত্রলীগ নেতাদের পিটুনিতে মারা যাওয়া বুয়েট ছাত্র আবরারকে দাফনের এক দিন পর কুষ্টিয়ায় তার বাড়ির উদ্দেশে যান ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। 

মন্তব্যসাতদিনের সেরা