kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

গুলশানে স্পা সেন্টারে অভিযান

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৩ | পড়া যাবে ১ মিনিটেগুলশানে স্পা সেন্টারে অভিযান

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত নাভানা টাওয়ারে একটি স্পা সেন্টারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আজ রবিবার রাত ৯টার দিকে ওই টাওয়ারের ১৯তলার ‘লাইফ স্টাইল স্পা’ নামক একটি স্পা সেন্টারে অভিযান শুরু করে পুলিশ। 

গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এখানে অভিযান পরিচালিত হচ্ছে। সেখান থেকে ১৬ জন নারী ও ৩ জন পুরুষ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা