kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

ছাত্রলীগের কাছে পজেটিভ পরিবেশ আশা করেছিলাম : খোকন

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৬ | পড়া যাবে ১ মিনিটেছাত্রলীগের কাছে পজেটিভ পরিবেশ আশা করেছিলাম : খোকন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, ছাত্রলীগের কাছে আরো পজেটিভ পরিবেশ আশা করছিলাম, কিন্তু সেটা আমরা পাইনি। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ভাই সম্বোধন করেন তিনি।

আজ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিশাল বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সভাপতি নির্বাচিত হওয়ার পর মধুর ক্যান্টিনে প্রথম আসলাম। ছাত্রলীগের যারা আছেন তারা আমাদের ভাইয়ের মতো, আশা করি সবাই মিলেমিশে থাকবেন, আমরা সবাই মিলেমিশে ক্যাম্পাসে রাজনীতি করবো।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব কমিটি ঘোষণা করবো।

এর আগে সকাল ১১টায় ছাত্রদলের নবনির্বাচিত দুই শীর্ষ নেতা ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে এসে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরাও পাশেই মুখোমুখি অবস্থান নিলে শ্লোগানে শ্লোগানে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রদলের সহ-অবস্থান নিশ্চিত করতে ঢাবির ভিসি আখতারুজ্জামানে সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদল নেতারা। 

মন্তব্যসাতদিনের সেরা