kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:১১ | পড়া যাবে ১ মিনিটেট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাত (২০) যুবকের মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরে কমলাপুর স্টেশনের ৫ নম্বর ফ্ল্যাটফর্মের কাছে রেললাইন পার হতে যায় ওই যুবক। 

এ সময় এ সময় উপকূল এক্সপ্রেস নামের একটি ট্রেন স্টেশনে প্রবেশ করে। ওই ট্রেনের নিচে কাটা পড়ে ওই তরুণ ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা