kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

সড়ক দুর্ঘটনা

দক্ষিণ আফ্রিকার পথে মোজাম্বিকে প্রাণ গেল দুই বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী    

২০ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩৩ | পড়া যাবে ২ মিনিটেদক্ষিণ আফ্রিকার পথে মোজাম্বিকে প্রাণ গেল দুই বাংলাদেশির

মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আরাফাত (২১) ও আল আমিন (২৩)  নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো তিন বাংলাদেশি। 

নিহত আরাফাত ও আল আমিন সম্পর্কে আপন ভাই। তারা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দেশটির মুকুবা শহরের পাশে নামুতু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ থেকে মোজাম্বিক হয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন তারা। এতে মোজাম্বিকের দুই নাগরিকও মারা যান। 

নিহতদের পিতা মোহাম্মদ হোসেন বলেন, 'আমার মেঝ ছেলে আল আমিন গত ১৩ আগস্ট ‌এবং ছোট ছেলে মোহাম্মদ আরাফাত ৩১ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা থেকে বিমানযোগে মোজাম্বিক পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার রাতে দুই ভাই একত্রে একই গাড়িতে মোজাম্বিক থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওনা দেয়। পথে সড়ক দুর্ঘটনায় তারা দুজনই মারা যায়। গাড়িতে থাকা আরো বাংলাদেশি আহত হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে, দুই সহোদর নিহত হওয়ার খবর এলাকায় পৌঁছলে সেখানে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম। নিহতরা তিন ভাই দুই বোন। তাদের মধ্যে আল আমিন মেঝ এং আরাফাত সবার ছোট। বড় ভাই নাসির দক্ষিণ আফ্রিকায় থাকেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদের কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে জানান।

মন্তব্যসাতদিনের সেরা