kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

গুলিস্তানে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:১৬ | পড়া যাবে ১ মিনিটেগুলিস্তানে যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের পুকুর থেকে আজাদ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 
 
পুলিশ সূত্র জানায়, আজাদ ওই এলাকায় ফুটপাতে ঘুমাতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। 
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পল্টন থানার সহকারী এসআই অলি উল্লাহ জানান, গতকাল সকালে লোকজন আজাদের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
 
পরে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তাঁর ব্যক্তিগত কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা