kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ফ্লাইওভারের নিচে নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:১০ | পড়া যাবে ১ মিনিটেফ্লাইওভারের নিচে নবজাতকের লাশ

রাজধানীর মগবাজারে ফ্লাইওভারের নিচ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে উদ্ধার করা শিশুটির লাশ লুঙ্গি দিয়ে মোড়ানো ছিল।

রমনা থানার এসআই রেজাউল করিম এ বিষয়ে বলেন, ‘পথচারীদের সংবাদের ভিত্তিতে আজ (গতকাল) দুপুরে মগবাজার ওয়্যারলেস ও আড়ং ভবনের মাঝামাঝি স্থানে ফ্লাইওভারের নিচ থেকে কন্যাশিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

কে বা কারা মরদেহটি ওখানে ফেলে গেছে তা জানা যায়নি। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

মন্তব্যসাতদিনের সেরা