kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

নাসিমা নামের এই মেয়েটিকে কেউ চেনেন?

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৮ | পড়া যাবে ১ মিনিটেনাসিমা নামের এই মেয়েটিকে কেউ চেনেন?

রাজধানীর রামপুরা থানার গনি জামে মসজিদ তিতাস রোড এলাকা হতে নাসিমা নামের একটি মেয়ে পাওয়া গেছে।

নাসিমার বয়স ১২ বছর। তার বাবার নাম নাসির উদ্দিন ও মায়ের নাম আছমা বলে জানিয়েছে। সে আরো জানায় তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে। সে তার গ্রামের নাম বলতে পারে না।

এ সংক্রান্তে রামপুরা থানায় ৮ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ৪০৭।

কোন সহৃয়বান যদি ছবিতে প্রদর্শিত মেয়েকে চিনে থাকেন বা তার আত্মীয় স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে ডিএমপি’র তেজগাঁও থানা কমপ্লেক্স ভিকটিম সাপোর্ট সেন্টার অথবা (ডিউটি অফিসার: ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটিনাম্বার-০২৯১১০৮৫) তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। - ডিএমপি নিউজ

মন্তব্যসাতদিনের সেরা