kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

রাজধানীর পল্লবীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর পল্লবীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত

রাজধানীর পল্লবীর কালশীতে পিকআপের ধাক্কায় লিজা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি উত্তর কালশী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়েন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে স্কুল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধাক্কা দেওয়া পিকআপটি আটক করা হয়েছে। 

এ বিষয়ে কথা বললে পল্লবী থানার এসআই শফিকুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘পিকআটটি আটক করা হয়েছে। শিক্ষার্থীর চিকিৎসা চলছে। সুস্থ হলে শিক্ষার্থীর বাবা অভিযোগ করার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’

আহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম জানান, তাদের বাসা মিরপুরের ১২ নম্বর সেকশনের ডি ব্লকে। লিজা স্কুল শেষে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা