kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

সভা ডাকলেন রওশন এরশাদ

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৩৭ | পড়া যাবে ১ মিনিটেসভা ডাকলেন রওশন এরশাদ

সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচনের লক্ষে আগামীকাল জাতীয় পার্টির সংসদীয় দলের সভা ডেকেছেন দলটির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

আজ শনিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে লিখিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় উপস্থিত থাকতে পার্টির আরেকাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বান করেছেন তিনি। যদিও চিঠিতে জিএম কাদেরকে তিনি পার্টির কো-চেয়ারম্যান বলে উল্লেখ করেন। 

চিঠিতে বলা হয়, বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও জাতীয় পার্টির সংসদের নেতা নির্বাচন হবে এ সভায়। 

রওশন এরশাদ এই সভায় সভাপতিত্ব করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা