kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

আট দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন সরকারি কর্মচারীরা

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৪৩ | পড়া যাবে ১ মিনিটেআট দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন সরকারি কর্মচারীরা

১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম আট দফা দাবি বাস্তবায়নের জন্য ৬৪ জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে ফোরামের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, সকল পদে পদোন্নতি বা পাঁচবছর পরপর উচ্চতর গ্রেড প্রদান ও ব্লকপোস্ট নিয়মিতকরণ, নিম্ন বেতনভোগীদের জন্য ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান ও শতভাগ পেনশন পূর্বের ন্যায় বহাল, সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন এবং কাজের ধরণ ও পদ অনুযায়ী বেতনস্কেল প্রদান।

মন্তব্যসাতদিনের সেরা