kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে শিপ সার্ভেয়ার ধরা

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৪১ | পড়া যাবে ১ মিনিটেঘুষ নেওয়ার সময় দুদকের হাতে শিপ সার্ভেয়ার ধরা

নৌ-পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

আজ সোমবার সকালে নৌ-পরিবহন অধিদপ্তরের কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য মির্জা সাইফুরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘুষ নেওয়ার সময় দুদকের একটি টিম মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে আটক করেন বলে তিনি জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা