kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

চর্তুথ দক্ষিণ এশীয় স্পিকারস সম্মেলন শুরু

মালদ্বীপের স্পিকারের সঙ্গে ড. শিরীন শারমিনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক   

১ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫৭ | পড়া যাবে ১ মিনিটেমালদ্বীপের স্পিকারের সঙ্গে ড. শিরীন শারমিনের বৈঠক

মালদ্বীপের রাজধানী মালেতে চর্তুথ দক্ষিণ এশীয় স্পিকারস সম্মেলন আজ রবিবার শুরু হয়েছে। দু’দিনব্যাপী এই সম্মেলন শুরুর আগে মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তারা স্পিকারস সম্মেলনসহ দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

আজ রবিবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং মালদ্বীপ পার্লামেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন কাল সোমবার শেষ হওয়ার কথা রয়েছে। সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্পিকার ও ডেপুটি স্পিকাররা অংশ নিচ্ছেন। সেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন অগ্রগতির বিষয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, সম্মেলনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বাংলাদেশ প্রতিনিধি দল মালদ্বীপের বিমানবন্দরে পৌঁছালে স্পিকার মোহাম্মদ নাশিদ তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মন্তব্যসাতদিনের সেরা