kalerkantho

আইআইএবির কমিটি গঠন : প্রেসিডেন্ট ইকবাল সেক্রেটারি নূরুল আলম

কালের কণ্ঠ অনলাইন   

২৬ আগস্ট, ২০১৯ ১৫:১৩ | পড়া যাবে ১ মিনিটেআইআইএবির কমিটি গঠন : প্রেসিডেন্ট ইকবাল সেক্রেটারি নূরুল আলম

দি ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (আইআইএবি) এর গর্ভনিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর মোহাম্মদ ইকবাল হোসেন এবং সেক্রেটারি জেনারেল হিসেবে এম. এন. এ অ্যাসোসিয়েটসের সিইও এম নুরুল আলম নির্বাচিত হয়েছেন। 

শনিবার আইআইএবি’র বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

আইআইএবি বিশ্বস্বীকৃত দি ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস এর একটি সহযোগী সংগঠন যা ইন্টারনাল অডিট, ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে থাকে এবং সার্টিফাইড ইন্টারনাল অডিটরস (সিআইএ) এর পেশাগত সার্টিফিকেট প্রদান করে থাকে। 

বাংলাদেশে আইআইএবি‘র প্রায় তিনশত পঞ্চাশ জন সদস্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। 

আইআইএবি’র উদ্দেশ্য দেশে ইন্টারনাল অডিটের প্রসার ঘটানো এবং কোয়ালিফাইড সিআইএ এর সংখ্যা বৃদ্ধি করা। এ উদ্দেশ্যে আইআইএবি বিভিন্ন পেশাগত কোর্স পরিচালনা করে থাকে। ১০ সদস্য বিশিষ্ট এই গভনিং বোর্ড তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা