kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

ডেঙ্গুর কাছে হেরে গেলেন কেরানীগঞ্জের কালাম

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২৪ আগস্ট, ২০১৯ ১৮:২০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুর কাছে হেরে গেলেন কেরানীগঞ্জের কালাম

ডেঙ্গু জ্বরের সাথে দীর্ঘ এক সপ্তাহ যুদ্ধ করেও বাঁচতে পারলেন না কেরানীগঞ্জের আবুল কালাম (৩০) নামে এক যুবক। শুক্রবার গভীর রাতে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিন। আজ শনিবার সকালে স্থানীয় হাউলি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নিহতের ছেলে শাকিল জানায়, তার বাবা একজন রংয়ের দোকানের শ্রমিক ছিলেন। গত এক সপ্তাহ ধরে বাবা জ্বরে ভুগছিলেন। আমরা প্রথমে নাপা ট্যাবলেট খাওয়াই। পরে জ্বর না কমলে গত মঙ্গলবার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করি। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার গভীর রাতে বাবা মারা যায়।

শাকিল জানায়, লামিয়া নামে তার ছোট একটি বোন রয়েছে। তার মায়ের নাম রেবেকা বেগম। তাদের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের রহমতপুর এলাকায়।

মন্তব্যসাতদিনের সেরা