kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

জবিতে ভর্তি : চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৯ ১২:০৭ | পড়া যাবে ১ মিনিটেজবিতে ভর্তি : চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষার (২০১৯-২০ শিক্ষাবর্ষের) জন্য আবেদনকারীদের মধ্যে থেকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

গত ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাওয়া জিপিএর ভিত্তিতে ইউনিট ১, ২ ও ৩ এর জন্য বাছাইকৃত ২৫ হাজার আবেদনকারীর এ তালিকা প্রকাশ করা হয়েছে।

মনোনীত আবেদনকারীরা আগামী ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে আগামী ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে এই দুটি ওয়েবসাইটে-

http://admission.jnu.ac.bd

http://admissionjnu.info

এবার গতবারের মতো তিন ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। আগামী ১৪ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মন্তব্যসাতদিনের সেরা