kalerkantho

বিনা নোটিশে কারখানা বন্ধ, শ্যামলীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৯ ০৮:৩০ | পড়া যাবে ১ মিনিটেবিনা নোটিশে কারখানা বন্ধ, শ্যামলীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

ফাইল ফটো

ঈদের ছুটি শেষে গতকাল বুধবার কারখানায় ফিরে পোশাক শ্রমিকরা শ্যামলীর আলিফ গার্মেন্ট বন্ধ দেখতে পায়। এরপর গতকাল থেকে শ্রম আইন মেনে পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে দফায় দফায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছে শ্রমিকরা। মধ্যরাতেও শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়।

শ্রমিকদের সঙ্গে বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় গত মধ্যরাতেও প্রতিষ্ঠানটির অফিসে অবরোধ করতে দেখা যায় পোশাক শ্রমিকদের। রাতে কারখানাটির বাইরে ৯টি জিপে দাংগা পুলিশ দেখা যায়।

একজন পোশাক শ্রমিক গণমাধ্যমকে বলেন, সারাদিন কয়েকবার বৈঠক করলেও তারা আমাদের দাবি মেনে নেয়নি। শ্রম আইন অনুযায়ী তারা আমাদের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবিগুলো হচ্ছে- শ্রম আইন অনুযায়ী বিনা নোটিশে প্রতিষ্ঠান বন্ধ করলে ১২০ কর্মদিবসের আগাম বেতন, চলতি মাসের বেতন, ছুটি না কাটানোর পাওনা (আর্ন লিভ) এবং যে যতদিন চাকরি করেছে, সেই হিসাবে সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা